
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার গালাপট্টি এলাকায় আমির গেস্ট হাউজ নামে ঐ হোটেলে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- হোটেল ম্যানেজার মোহাম্মদ আপেল, রবিউল ইসলাম, নূর আলম, রেজা পাইকার, রনি ও সুমন। বাকি সাতজন নারী।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঐ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। ঐ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।