জেলা প্রতিবেদকঃ বগুড়া শহরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির দায়ে ১৪০ মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মো. রফিকুল ইসলাম সরকার বলেন, শহরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করার দায়ে ১৪০ মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর অধীনে মামলা দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এদিন সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের আরোহীদের কাছে পুলিশ সদস্যরা যাতায়াতের কারণ জানতে চেয়েছেন। যারা যথাযথ কারণ জানাতে পেরেছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা পারেননি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। এরপরও বিনা প্রয়োজনে যারা শহরে ঘোরাঘুরি অব্যাহত রেখেছেন বা রাখছেন তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।