বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষক লীগ।

আজ ১৯ এপ্রিল ২০১৯ রোজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশ কৃষক লীগ।

এ সময় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্ল্যা এবং সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা’র নেতৃত্বে কেন্দ্রীয় কৃষক লীগ, ঢাকা মহানগর-উত্তর, এবং ঢাকা মহানগর-দক্ষিন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্ল্যা এবং এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা বলেন, দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।