বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাবিতে অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হলসংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর গ্রেপ্তার, বিচার, মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন : একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।