
মাহবুব রহমান(ভ্রম্যমান প্রতিনিধি) : গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গফরগাঁও উপজেলার ১১নং লংগাইর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও এলজিএসপির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে টিফিনবক্স বিতরণ করা হয়। টিফিনবক্স বিতরণের ফলে লংগাইর ইউনিয়নে “মিল ডে মিল” চালু করার ব্যবস্থা করা হয় ।
মিড-ডে মিল চালুর লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে এসব টিফিনবক্স বিতরণ করা হয়। হাতেমতাই উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত করা হয় আলোচনা সভার,এ সভায় সভাপতিত্ব করেন লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলহাজ আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। এতে অতিথি ছিলেন গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাশারফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি কান্দিপাড়া শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মাস্টার ,লংগাইর ইউনিয়ন শাখার আওয়ামী লীগের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন সর্দার, মো. দিদারুল আলম মাস্টার,ওয়াহেদুর রহমান বাদল, আজাহারুল ইসলাম উজ্জল, মকবুল হোসেন প্রমুখ।