বঙ্গবন্ধু চিরদিনই ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃত হবেন

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিনই ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃত হবেন।

শুক্রবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ স্থান পাওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভবিষ্যতে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পাবে।

আমু বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকগোষ্ঠীর ২৩ বছরের শাসন-শোষণ-নির্যাতনের বিষয়টি তুলে ধরেছিলেন। বাঙালি জাতির ওপর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন এবং সাথে সাথে স্বাধীনতা কীভাবে ছিনিয়ে আনতে হবে তারও দিক নির্দেশনা দিয়েছিলেন।

এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত প্রফেসর মুচকুন্দ দূবে, জওহরলার ইউনিভার্সিটির প্রফেসর সঞ্জয় ভারদোয়াজ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহেন্দ্র ভেদ প্রমুখ উপস্থিত ছিলেন।