
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সোমবারও (৭ ডিসেম্বর) বিভিন্ন সংগঠনের বিক্ষোভ-প্রতিবাদে সমাবেশে উত্তাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় মহিলা শ্রমিক লীগ। মিছিলটি স্টেডিয়াম মোড়, জিরো পয়েন্ট হয়ে আবারো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা।
দাবি জানানো হয়, ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করার। বিক্ষোভ-সমাবেশে বলা হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানার শামিল।