বঙ্গবন্ধু শস্যচিত্রে গিনেজ রেকর্ডসে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ স্থান পেয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে। মঙ্গলবার (১৬ মার্চ) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে এ রেকর্ডটি যুক্ত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আমরা বঙ্গবন্ধুকে সারাবিশ্বে তুলে ধরতে চাই উল্লেখ করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষের নেতা। তৃণমূলের ও প্রান্তিক মানুষের কথা বলতেন বঙ্গবন্ধু। তার জন্মশত বর্ষে এ শিল্পকর্ম হবে শ্রেষ্ঠ কাজ।

উল্লেখ্য, বগুড়া জেলার শেরপুর উপজেলার বালিন্দা গ্রামে মোট ১২০ বিঘা জমির ওপর শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মটি সম্পাদন করা হয়। মূল শিল্পকর্মের ক্যানভাস গড়ে ওঠে ১০০ বিঘা জমিজুড়ে।