বঙ্গবন্ধু শাহাদৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন বিজিবির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক দিবসের কর্মসূচি অনুযায়ী বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ইউনিটসমূহের মসজিদে ফজরের নামাজের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজিবির সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটসমূহে জাতির জনকের জীবনীর ওপর আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১০টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও উপদেশ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং তার অসমাপ্ত কাজসমূহ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সকল পদক্ষেপের সফলতা কামনা করেন।

আরো বক্তব্য দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, মেজর মো. তানভীর আহমেদ নিজামী প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘অসমাপ্ত মহাকাব্য’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়।