বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী শুরু হচ্ছে রিহ্যাব-ফেয়ার

রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী শুরু হচ্ছে রিহ্যাব-ফেয়ার। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু এ মেলা। যেখানে সাশ্রয়ী দামে ফ্ল্যাট ও প্লট বিক্রির প্রতিশ্রুতি রয়েছে ব্যবসায়ীদের।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উদ্বোধন করবেন। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) এ তথ্য জানান।

এর আগে রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে রিহ্যাব ফেয়ার-২০২১ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনাকালে আবাসন খাতে প্রায় ২০ হাজার কোটি টাকার মতো অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে। আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব আরও বলেছে, ইতোমধ্যে তাদের বেশির ভাগ রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। এদিকে ড্যাব বাস্তবায়নের উদ্যোগ এবং নির্মাণসামগ্রীর দাম বাড়ায় শিগগিরই ফ্ল্যাটের দাম বাড়বে বলে জানান তারা।

করোনা মহামারির ধাক্কায় আয় সংকটে রয়েছে সাধারণ মানুষ। বেসামাল বিভিন্ন শিল্প খাত। তবে এর মধ্যেও সুবাতাস বইছে দেশের আবাসন খাতে।

ব্যবসায়ীরা বলছেন, মালয়েশিয়া কিংবা কানাডার বেগমপাড়ায় টাকা পাচার বন্ধে বাজেটে অপ্রদর্শিত অর্থ ফ্ল্যাট ও প্লট কেনায় বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। এরই প্রভাবে করোনার মধ্যেও আবাসন খাতে দেদার বিনিয়োগ হয়েছে কালোটাকা। অবস্থান এমন যে বর্তমানে অবিক্রিত রেডি ফ্ল্যাট খুঁজে পাওয়া কঠিন।

রিহ্যাবের সহসভাপতি প্রকৌশলী সোহেল রানা বলেন, ২০ হাজার কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে। সবটাই না পেলেও সিংহভাগ বিনিয়োগই আমরা পেয়েছি।

তবে এ খাতের অগ্রগতি ধরে রাখা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ইতোমধ্যে বাজারে বেড়ে গেছে সিমেন্ট ও রডসহ বিভিন্ন সামগ্রীর দাম। এতে নির্মাণ ব্যয় বেড়েছে ১৫ শতাংশের মতো। এ ছাড়া ঢাকা মহানগর এলাকায় ‘বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিটি ভবনে কমবে ফ্ল্যাট সংখ্যা।

রিহ্যাবের প্রথম সহসভাপতি কামাল মাহমুদ বলেন, আগে যে রড ৫২ হাজার টাকায় কিনতাম, এখন সেটা ৮২ হাজার টাকায় কিনতে হচ্ছে। আবার ড্যাপ বাস্তবায়ন হলে যে ভবনে আমরা ৭-৮টা ফ্ল্যাট পাচ্ছি। সেখানে একটা ফ্ল্যাট কম পাব। কিন্তু আমার খরচ কিন্তু একই হবে। সুতরাং ফ্ল্যাটের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।