নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়ছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল থেকে ওই দম্পতি মোটরসাইকেলে করে করটিয়া যাচ্ছিল। পথে করটিয়া হিট বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই নারী নিহত হয়।
এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী মোটরসাইকেল চালক ও তাদের মেয়েকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।