জাতীয় শোক দিবসের আলোচনা সভা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়ার জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত থাকার অনেক প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৬ আগস্ট) সকালে তথ্য ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। এমনকি খুনিদের পুনর্বাসনও জিয়াউর রহমান করেছিল বলেন মন্তব্য করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতাকে যারা হত্যা করেছিল তাদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যে জিয়াউর রহমান জড়িত সেটি শুধু মাজেদের বক্তব্যে স্পষ্ট নয় আরো অনেক প্রমাণ আছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের জিয়াউর রহমান বিদেশে মিশনে পাঠিয়ে পুনর্বাসিত করেছিল।’