জ্যেষ্ঠ প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। খুনীদের পুনর্বাসনও জিয়াউর রহমানই করেছিলেন।
তিনি আজ রোববার (৩০ মে) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে খুনের তন্ত্র কায়েম হয়েছিলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে। সেসময় গ্রেনেড হামলাসহ জঘন্য সব হত্যাকাণ্ড করা হয়েছে। বিএনপি সকাল-বিকাল কথা বলছে, অথচ দেশে কথা বলার অধিকার নেই বলে তারাই মিথ্যাচার করছে।


