
বরগুনা প্রতিনিধি : শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলেদের ফেরত নিতে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যু বাহিনী। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে বরগুনার ১৭ জেলেসহ ট্রলার অপহরণ করে নিয়েছে জলদস্যুরা।
অন্যান্য জেলের বরাত দিয়ে ট্রলার মালিক সমিতি মোস্তফা চৌধূরী জানান, সোনার চর এলাকায় জেলেরা মাছ ধরারত অবস্থায় জলদস্যুদের একটি বাহিনী ট্রলারে আক্রমণ চালিয়ে এফবি তরিকুল-২ নামের একটি ট্রলারসহ ১৭ জেলেকে অপরহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের মধ্যে বরগুনা সদর উপজেলার নলী গ্রামের মিজান, কামাল, রাসেল ফোরকান ও জামালের নাম জানা গেছে। অপহৃত জেলেদের মুক্ত করে আনতে ৭ লাখ টাকা পণ দাবি করেছে জলদস্যুরা।
কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. অনিক বলেন, ‘এফবি তরিকুল-২ নামের একটি ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করার পর আমাদের দুটি টিম তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। আমরা ট্রলারসহ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।’