অর্থনৈতিক প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশে চলছে বিরামহীন বৃষ্টি। কখনো টিপটিপ, কখনোবা মুষলধরে।
এমন প্রতিকূলতার মাঝেও সপ্তমবারের মতো আয়োজিত আয়কর মেলায় নিয়মিত কিংবা ভবিষ্যৎ করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয়কর মেলার পঞ্চম দিনে শনিবার সকাল থেকে করদাতারা আসতে শুরু করেছেন। অনেকেই স্বাচ্ছন্দ্যে কর সেবা নিতে সকালেই হাজির হয়েছেন। আজও সরকারি ছুটির দিন হওয়ায় সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
বিশেষ করে আয়কর রিটার্ন, ই-টিআইএন, ই-ফাইলিং বুথ ও হেল্প ডেস্কে বেশি ভিড় দেখা যাচ্ছে।
আয়কর রিটার্ন দিতে মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম। তিনি সোনালী ব্যাংকে কর্মরত।
রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মনিরুল ইসলাম বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে করযোগ্য আয় করার পর থেকেই নিয়মিত কর দেই। আয়কর মেলায় প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করি। শুক্রবারই আসতে চেয়েছিলাম। বৃষ্টি দেখে ভাবলাম শনিবারই যাব। কিন্তু আজও বৃষ্টি। ছুটির শেষ দিন হওয়াতে আজ এসেছি।’
রাজধানীর আগারগাঁওয়ে ৬২ হাজার বর্গফুটের এনবিআরের নিজস্ব ভবনের বিশাল চত্বরে আয়োজিত আয়কর মেলায় এবার মোট বুথের সংখ্যা ১০৯টি। মেলায় অধিক সংখ্যক সেবা বুথ ছাড়াও থাকছে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, নারী ও প্রতিবন্ধী করদাতাদের পৃথক বুথ, কর একাডেমি, শুল্ক একাডেমি, কর ও মূসক ট্রাইব্যুনালের জন্য বুথ ও বাচ্চাদের জন্য পৃথক কিডস জোন।
এ বিষয়ে এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন রাইজিংবিডিকে বলেন, ‘আজও সরকারি ছুটির দিন। গতকালের মতো আজও উপচেপড়া ভিড়। বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল থেকে করদাতারা উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা দিচ্ছেন। পাশাপাশি মেলা থেকে আয়করের বিভিন্ন বিষয়ে তথ্য নিচ্ছেন উপস্থিত করদাতারা। কারো কোনো অভিযোগ থাকলেও তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে।’
কর প্রদানের প্রতি ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়।
সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিন শেষে ১ হাজার ১৫৭ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৭৩২ টাকা আয়কর আদায় হয়েছে। চতুর্থ দিন শেষে মেলায় সেবা গ্রহণ করেছেন ৪ লাখ ৮২ হাজার ৪৭৬ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ৯০ হাজার ৯১৩ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন ২২ হাজার ৩২৬ জন করদাতা।
প্রথমবারের মতো আয়কর মেলায় ‘অনলাইন রিটার্ন দাখিল’ ব্যবস্থা চালু করেছে এনবিআর। করদাতাদের সুবিধার্থে আয়কর মেলায় বিশেষ ব্যবস্থায় ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের জন্য করদাতাদের শুধু ই-টিআইএন ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে হবে।
রাজধানী ঢাকাসহ দেশের ৬১টি জেলা, ১১টি উপজেলাসহ (দুটি ভ্রাম্যমাণ) মোট ৭২টি স্পটে আজ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলা উপলক্ষে আজ বিকেল ৩টায় মেলা প্রাঙ্গণে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ‘পার্টনারশিপ ডায়ালগ’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।