আন্তর্জাতিক ডেস্ক : আবারও ট্রাম্প চমক! বছরে মাত্র এক ডলার বেতন নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।
নির্বাচনে জয়ের পর রোববার প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে চার লাখ ডলার বেতন তিনি নেবেন না। বছরে কোনো ছুটিও নেবেন না। বছরে মাত্র এক ডলার নিয়ে শুধু কাজ করবেন, কাজ আর কাজ!
সেপ্টেম্বর মাসে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ওয়াদা করেছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি বেতন নেবেন না। সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিটি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না, আমি বেতন নেব না। আমি তা নেবই না।’
তিনি বলেন, ‘আইনিভাবে আমি এক ডলার গ্রহণ করতে পারি। সুতরাং এক বছরে আমি এক ডলারই বেতন নেব। যদিও আমি এখনো জানি না, প্রেসিডেন্টের বেতন কত।’
ট্রাম্প বেতন নেবেন না, ছুটি নেবেন না, শুধু কাজ করবেন, অনেক কাজ। তিনি বলেন, ‘আমাদের অনেক কাজ আছে। অনেক কাজ করতে হবে এবং আমি মানুষের জন্য তা করতে চাই।’
‘আমি সেসব কাজ করতে চাই। আমরা ট্যাক্স কমাচ্ছি, আমরা মানুষের স্বাস্থ্যের যত্ন নিতে যাচ্ছি। আমরা মনে করি, অনেক কিছু করার আছে। আমি মনে করি না, ছুটি নেওয়ার কোনো দরকার আছে।’
৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে বিজয়ী হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গত দুই বছর ধরে নির্বাচনকেন্দ্রীক বহু বিতর্কের জন্ম দিলেও শেষ পর্যন্ত তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু তার ক্ষমতা গ্রহণ রুখে দিতে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে।