বছর শুরুই সৌম্যর

নিউজ ডেস্ক : প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করে পরের দুই ওয়ানডেতে দল থেকে বাদ পড়েছিলেন। আজ আবার প্রথম টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সৌম্য সরকার।

কিন্তু ব্যর্থতার খোলস ছেড়ে আর বেরোতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান। এবার তিনি রানের খাতাই খুলতে পারেননি, আউট হয়েছেন মুখোমুখি হওয়া প্রথম বলেই। ক্রিকেটের পরিভাষায় যেটিকে বলা হয়ে থাকে ‘গোল্ডেন ডাক’।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইনিংসের ষষ্ঠ ওভারে টি-টোয়েন্টি অভিষেকের প্রথম বলেই উইকেট নেন লোকি ফার্গুসন। তার বলে মিড অনে ম্যাট হেনরিকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির রহমান।

সাব্বিরের বিদায়ের পরই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন সৌম্য। কিন্তু ফার্গুসনের ১৪৮ কিলোমিটার গতির গুড লেংথ বলে গালিতে কোরি অ্যান্ডরসনকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।

সৌম্যর নতুন বছর শুরু হলো তাই গোল্ডেন ডাক দিয়ে। আর টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই বলে ২ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফার্গুসন। বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে ৩০।