নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার জংলী এলাকায় বজ্রপাতে নুরুজ্জামানের (২০) মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে তিনি নাটোর সদর হাসপাতালে মারা যান। নুরুজ্জামান জংলী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে বৃষ্টির মধ্যে নুরুজ্জামান বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে নুরুজ্জামান গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।