
সিরাজগঞ্জ প্রতিনিধি : রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম পাঠানপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিউলি বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
কামারখন্দ থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে শিউলি বেগম তার বাড়ির পাশে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।