গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলায় বজ্রপাতে আরিফ মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার (চাকিলির পা) গ্রামে এ ঘটনা ঘটে।
আরিফ ওই গ্রামের আয়নাল হকের ছেলে। সে ব্র্যাকের সোনার বাংলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঈদুল মিয়া জানান, বিকেলে বৃষ্টিতে ভিজে বাড়ির উঠানে খেলা করছিল আরিফ। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।