বঞ্চিতদের পদোন্নতির সুপারিশ, বৈষম্যবিরোধী কর্মচারী ফোরামের ধন্যবাদ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত দাবি করে যেসব কর্মকর্তা আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে এ–সংক্রান্ত কমিটি। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। মঙ্গলবার ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে বঞ্চিত কর্মকর্তাদের দীর্ঘ দিনের বঞ্ছনার অবসান ঘটাবেন। এদিন বঞ্চিত কর্মকর্তারা প্রজ্ঞাপন জারীর দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন। ঐক্য ফোরাম তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

অবসরপ্রাপ্ত ও মারা যাওয়ায় এসব সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পূর্বের বা অতীতের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ‘ভূতাপেক্ষ’ বলা হয়ে থাকে।

প্রসঙ্গত, জনপ্রশাসনে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।