নিজস্ব প্রতিবেদক : বঞ্চিত মুক্তিযোদ্ধাদের চাকরির সুবিধা ৬০ বছরে রাখার দাবি জানিয়েছে ‘ষাট বছর চাকরি সুবিধা বাস্তবায়ন পরিষদ’।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
তারা বলেন, ২০১২ সালে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬০ নির্ধারণ করে সরকার। এ সময় অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরতদের সে সুবিধা থেকে বাদ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
তারা আরো বলেন, বঞ্চিত মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার জন্য আদালতের নির্দেশনাও রয়েছে।
এরপরও জনপ্রশাসন মন্ত্রণালয় তা বাস্তবায়ন করছে না। তাই বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি বঞ্চিত মুক্তিযোদ্ধাদের চাকরির সুবিধা ৬০ বছরে রাখার দাবি জানাচ্ছি। এসময় বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক কায়কোবাদ, পরিষদের সদস্য সচিব শাহাবুদ্দীন।