
বড় পুকুরিয়া কয়লা খনির ভূ-অভ্যন্তরে অকস্মাৎ দুর্ঘটনায় এক চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের সিফটে ১৩০৫ ফেইজে চীনা শ্রমিক সিফট ইনচার্জ ওয়াং জিয়াংহু (৫৫) কাজ করার সময় পাওয়ার সাপোর্ট বের করার প্রাক্কালে মেশিনারিতে চাপা পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
এতে স্পষ্টেই জ্ঞান হারালে নিকটস্থ শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সার্ফেস ভাগে তুলে আনেন। রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দৈহিক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। এ সংবাদ পাঠানো পর্যন্ত ঐ শ্রমিকের লাশ হাসপতাল মর্গে রাখা ছিল।
এ ব্যাপারে কয়লা খনির মহাব্যবস্থাপক জাফর সাদিক দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিচ্ছেন মৃত শ্রমিকের লাশ দেশে পাঠাবেন নাকি বাংলাদেশেই সৎকার করা হবে।