
রেজাউর রহমান চৌধুরীঃ বছর ঘুরে ২০১৮ই কে বিদায় দিয়ে সবার জীবনে আসছে নতুন ইংরেজী বছর ২০১৯। সবার জীবন আজ বদলে গেছে, উন্নয়নের এক মহাসড়কে আমাদের বাংলাদেশ। আর নয় হিংসা,বিদ্বেষ অহংকার,মানুষে মানুষে ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে মিশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা।এই হউক আমাদের সকলের ২০১৯ সালের অঙ্গিকার, উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে। ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেত্রী বার বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন আবারো ঢাকা ১৮-আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তুরাগ থানা কৃষকলীগের পক্ষ থেকে বিজয় ও নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। তুরাগ থানা কৃষকলীগের পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজী নববর্ষের ২০১৯ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম।