বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

শাস্বকষ্ট ও লো-প্রেসারের কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর। বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী এই রাজনীতিককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান মির্জা ফখরুল। এসময় তিনি বদরুদ্দীন উমরের পাশে বসে কিছু সময় কাটান। চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে তার স্বাস্থ্যের খোঁজ নেন।

বিএনপি মহাসচিব এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দোয়া জানিয়েছেন।

গত ২২ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বদরউদ্দিন উমর। তার স্বাস্থ্য এখন অনেকটা উন্নতির দিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।