নিজস্ব প্রতিবেদক : সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমকে কুপিয়ে আহত করার ঘটনায় শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. রিয়াজু্ল হক।
বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে এসে তিনি এ দাবি জানান।
রিয়াজুল হক বলেন, ‘সরকারের কাছে দাবি জানাব যে, আদালতে চার্জশিট দিয়ে যেন ৭ থেকে ১৫ দিনের মধ্যে এ বিচার কার্য সম্পন্ন করা হয়।
তিনি বলেন, ‘বদরুল যে রাজনৈতিক সংগঠনেরই হোক না কেন এখন তার বড় পরিচয় সে অপরাধী। তাই তাকে বিচারের আওতায় আনতে হবে।’
খাদিজার চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার মির্জা নাজিম উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘তার (খাদিজা) অবস্থা এখনও আগের মতো রয়েছে। আর এখন এই অবস্থায় দেশের বাইরেও নিয়ে যাওয়া যাবে না। তাহলে শেষ আশাটুকুও থাকবে না।`
মঙ্গলবার বিকালে সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭৩ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বেলা ১২টা ২২ মিনিটে খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে আসেন।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। বদরুল এখন পুলিশ হেফাজতে রয়েছে।