নিজস্ব প্রতিবেদক : সিলেটে খাদিজা বেগম নার্গিসের ওপর ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংস হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, তনু, আফসানা, রিশা ও নিতুর বিচার চেয়ে যখন সারা দেশের মানুষ আন্দোলন করছে, ঠিক সে সময়ে আবারও এক নির্মম ও নৃশংস ঘটনার জন্ম দিয়েছে ছাত্রলীগ নেতা বদরুল আলম। সারা দেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাদের বাধাহীন তাণ্ডব দেশের মানুষ আগেও দেখেছে। কিন্তু তাদের এ আচরণে সরকার বরাবরই নিশ্চুপ থেকেছে। ফলে সমাজবিরোধীরা সমাজে তাদের ভিত শক্ত করেছে।
অবিলম্বে বদরুল আলমসহ সব নারী ও শিশু নির্যাতনকারীদের বিচার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারীমুক্তি কেন্দ্রের নেতারা। দেশের সব মানুষকে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তারা।