বদলে গেছে গফরগাঁও উপজেলা ভূমি অফিস,অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পর্রিদশন

মাহবুব রহমান(ভ্রম্যমান প্রতিনিধি): বদলে গেছে দূর্নিতির ও অনিয়মের বিশেষ এক স্থান গফরগাঁও উপজেলা ভূমি অফিসেরর দৃশ্যপট।জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ সম্পন্ন করতে ও গন মানুয়ের আস্থা ফিরিয়ে আনার ও দূর্নীতি মুক্ত ভুমি অফিস গড়ার লক্ষে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন ও আরও কিছু পদক্ষেপ,গণশুনানি গ্রহন করা হয়েছে।সেবা নিতে আশা প্রর্থীদের জন্য ভূঁই কথন নামে এক বসার কক্ষ নির্মান করা হয়েছে।মানুয়ের হয়রানির স্বীকার না হওয়ার জন্য হেল্প ডেক্স নামে একটি সেবা কেন্দ্র চালু করা হয়েছে।গতকাল বুধবার ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃমোজাম্মেল হক গফরগাঁও উপজেলা পর্রিদশন করেন।সে সময় তিনি উপজেলা ভূমি অফিস, রুস্তম আলী গোলন্দাজ আশ্রয় প্রকল্প,একটি বাড়ী একটি খামার প্রকল্পের গ্রাম্য উঠান বৈঠক গফরগাঁও উপজেলা অফিসারের কার্যালয় সমাজ সেবার ঋৃন বিতরন করেন এবং গফরগাঁও ইউনিয়ন ভূমি অফিস পর্রিদশন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী আফিসার শিদ্ধার্থ শংঙ্কর কন্ডু।পরিস্কার,পরিছন্ন,পরিপাটি অফিস, প্রকল্প উন্নয়ন কর্মকান্ড দেখে গফরগাঁও উপজেলা নির্বাহী আফিসার শিদ্ধার্থ শংকর কন্ডুর প্রশংশা করেন। উপজেলা ভূমি অফিসের পর্রিবতন দেখে ভূমি আফিসার শেখ শামছুল আরেফিনসহ বাকী সহকর্মীদের সন্তোস প্রকাশ করেন।