নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবনে র্যাবের বিশেষ অভিযানে বনদস্যু সাগর বাহিনীর এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।
এ সময় বনদস্যুদের আস্তানায় জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে নগরীর লবণচরা র্যাব-৬-এর সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, রোববার স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে একটি দল খুলনার দাকোপ উপজেলার মারকি খাল, মাঝাফুটো ও কালাবগি অভিযান চালায়। এ সময় কালাবগি এলাকার মনসা খালের মোহনায় বনদস্যুদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে অন্য বনদস্যুরা পালিয়ে গেলেও শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি বন্দুক, একটি শাটারগান, একটি রামদা, ২৪টি গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছয় জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দাকোপ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।