বনমন্ত্রীর এপিএসকে অব্যাহতি

সচিবালয় প্রতিবেদক : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহকারী একান্ত সচিব মহিউদ্দীন মহারাজকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ইলিয়া সুমনা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদ থেকে মহিউদ্দীন মহারাজকে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

পৃথক আরেক আদেশে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা এ কিউ এম জাকির হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের অডিট কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের কর্মকর্তা ইফতেখার কবিরকে প্রত্যাহার করে মাতৃ সংস্থায় প্রত্যাবর্তনের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।