বনশ্রী এলাকা থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাহমিদা বেগম নামের এক নারী রয়েছেন।

তাহমিদা বেগম নিজেকে পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুরের ইন্সপেক্টর সাজেদুল ইসলাম তাদের গ্রেপ্তার করেন। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।