বনানীতে আগুন: রেডিও টুডের সরাসরি সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে আগুন লাগার পর রেডিও টুডের সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ভবন এফ আর টাওয়ারের পাশের আওয়াল সেন্টারের ১৯তলায় রেডিও টুডের কার্যালয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগলে তার উত্তাপ ও ধোঁয়া তাদের ভবনেও ছড়িয়ে পড়ে বলে রেডিও টুডের হেড অব প্রডিউসার ফখরুল শাওন জানান।

তিনি বলেন, “এফআর টাওয়ারের পাশেই আমাদের কার্যালয়। আগুন লাগার পর আমরা নিরাপদে নেমে এসেছি।

“আমাদের রেডিওর সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে। তবে ধারণকৃত (রেকর্ডেড) অনুষ্ঠান সম্প্রচার চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরাসরি সম্প্রচার শুরু হবে।”

ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিট এফ আর টাওয়ারের আগুন নেভানোর কাজ করছে। বিকাল পৌনে ৬টার দিকেও ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

ভবনের বিভিন্ন তলা থেকে আটকাপড়া অনেককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং প্রায় অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে।