বনানীতে সড়ক যাত্রীবাহী বাসের চাপায় এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থানা এলকার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় কামরুজ্জামান রুবেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুবেল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলা লায়নে কাজ করতেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে। তিনি মিরপুর ১২ নম্বরে ২৫/১৬ নম্বর বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী সোহেল মাহমুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে রুবেল রবরব পরিবহনের একটি বাসে উঠতে যান। ওই সময় তার হাত গাড়ির হাতল থেকে স্লিপ করলে তিনি পড়ে যান। এতে রুবেল ওই গাড়ির পেছনের চাকায় চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া।