নিজস্ব প্রতিবেদক :
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা।
বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরীসহ নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা।