
ঢাকা: রাজধানীর বনানী ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।সোমবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আমান উল্লাহ জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। রাতে বনানী ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত যানবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।