বন্দরের মদনপুরের ফুলহরে কথিত মাদক বিক্রেতা রামুর খুটির জোর কোথায়?

বিশেষ প্রতিনিধি : বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফুলহরে শনি পাগলার মাজারের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আর এই মাদক বিক্রিতে বাধা দেয়ায় স্থানীয় শাহীন নামে এক যুবকের উপর মাদক ব্যবসায়ী রমিজ উদ্দিন ওরফে রমু ও তার সাথের অন্যান্য মাদক ব্যবসায়ীরা হামলা সহ হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে। শাহীন (৩৮) পেশায় একজন সার্ভেয়ার এবং সে ফুলহর (সারেংসারবাগ) এলাকার ইউসুফ মিয়ার ছেলে। রবিবার দুপুরে হামলার শিকার শাহীন সাংবাদিকদেরকে জানান, ‘ফুলহর এলাকায় শনি পাগলার মাজারের আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা, গাজা ও ফেন্সিডিল বিক্রি চলে।

বহুবার প্রশাসন তাদেরকে আটক করলেও ছাড়া পেয়ে তারা আবারো মাদক বিক্রয় কাজে লিপ্ত হয়। যাতে করে এলাকায় যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রমু ও তার পরিবারের লোকজন অনেকটা প্রকাশ্যে মাদক বিক্রি করে থাকে। বলতে গেলে তারা মাদকের একটা হাট বসায়। রমুর স্ত্রী মাদক সম্রাজ্ঞি হাফেজা বেগমের নামে বন্দর থানায় মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি শক্তিশালী সিন্ডিকেট করে ও ফেন্সি কবিরের শেল্টারে তারা বীরদর্পে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত বুধবার সকাল আনুমানিক ১১টায় মুরাদপুর ব্রীজের গোড়ায় মাদক ব্যবসায়ী রমু মাদক বিক্রয় করছিলো।

এতে আমি বাধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার জের ধরে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে রবিবার আনুমানিক সকাল ৯টায় রমু পিতা: মৃত. শনি পাগলা, রমুর স্ত্রী হাফেজা বেগম, ছেলে রিফাত ও হৃদয়, ভাই মহিউদ্দিন ও রহিমদ্দিন এবং অজ্ঞাত আরো ২০-২৫জন রামদা ও লোহার রড সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা চালালে আমি দৌড়ে আমার অফিসে এসে অবস্থান নিলে তারা আমার কোন ক্ষতি করতে পারেনি। তখন তারা প্রাণনাশের ‍হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রবিবার দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী শাহীন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে বন্দর ছাত্রসমাজ এই শনি পাগলার মাজারে অভিযান চালিয়ে গাজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করে। এসময় মাদক বিক্রির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নাসিমা নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্রসমাজ, তবে সেদিন কৌশলে মাদক ব্যবসায়ী ও অত্র মাজারের খাদেম রমু পালিয়ে যায়।