বন্দরে সন্ত্রাসী হামলায় নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, ভাঙচুর-আহত ৪

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানার আন্দিরপাড় মদনপুর এলাকায় বিদ্যুৎ মিটার চুরি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আসামি সোহাগ ও সামিয়া হাওয়া বেগমকে মারধর করে।

এর পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে আসামি মাসুদ, তার ছেলে সিয়াম, স্ত্রী আছমা, মেয়ে সামিয়া, সহযোগী সোহাগসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র—চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, লোহার রড ও এসএস পাইপ নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে মায়া বেগম ও তার স্বামী ফরিদ হোসেনকে গুরুতর আহত করে।

ভুক্তভোগী মোঃ রহিম জানান, তিনি ও তার ছোট বোন সেলিনা বেগম বাঁচাতে গেলে আসামিরা তাদেরও প্রহার করে। এতে চারজনই আহত হন। হামলাকারীরা ফরিদ হোসেনকে লোহার রড দিয়ে আঘাত করে তার হাত-পা ভেঙে দেয়।

এসময় তারা ভুক্তভোগীর ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি ঘর থেকে জমি কেনার জন্য রাখা নগদ ৪ লাখ টাকা, সেলিনা বেগমের গলার স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৮৫ হাজার টাকা) এবং কানের দুল (মূল্য প্রায় ৫৫ হাজার টাকা) লুট করে নিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ফরিদ হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী রহিম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।