নারায়ণগঞ্জ থেকে মোঃ ফারুক দেওয়ান: নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর একতা সুপার মার্কেটের সামনে হতে গতকাল ১৬ই জুলাই মঙ্গলবার আনুমানিক সন্ধা সাতটায় আরটিআর এপাচি কালো রঙের ১৫০সিসি – রেজিঃ নং ঢাকা মেট্রো ল-৩২-৬৫১৮,ইঞ্জিন নং-CIF6224393,চেসিস নং -MD624HCI6G2F32217,
যাহার মূল্য ১লক্ষ ৫০হাজার টাকা। বন্দর থানা জিডি নং-৪৬৭
ভুক্তভোগী সম্রাট তালুকদার জানান, আমি প্রতিদিনের ন্যায় ঢাকা হতে মদনপুর একটা সুপার মার্কেট পাকা রাস্তায় সামনে আমার বাইকটি রেখে বাজার করতে গেলে এসে দেখি আমার বাইক টি নেই প্রায় ১০মিনিটের ব্যবধানে বাইক টি চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই আমি বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য বাইকটি কোনো এলাকায় বা কারো নিকট দেখা গেলে নারায়ণগঞ্জ বন্দর থানা এবং বাইকটির মালিক সম্রাট তালুকদার যার মোবাইল নং 01741-776180/01987168810 এই নাম্বার গুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হইল। এবং বাইকটির কেহ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।