‘বন্দর সমস্যার সমাধান না হলে আন্দোলন’

নিজস্ব প্রতিবেদক, যশোর : আমদানি-রপ্তানি বাণিজ্যে অব্যবস্থাপনা বেনাপোল বন্দরের প্রবেশের অপেক্ষায় ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৬ হাজার পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে দিনের পর দিন।

আগামী ৭ দিনের মধ্যে সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুধবার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সংম্মেলনে এই ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে বন্দরের অব্যবস্থাপনার ওপর বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন।

লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।

নেতারা বলেন, জায়গা না থাকায় মালামাল বন্দরের বাইরে রেল লাইনের পাশে গর্তে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে।বেনাপোল বন্দর দিয়ে বছরে ২০ হাজার কোটি টাকার মালামাল আমদানি হয় এবং বন্দরে থেকে বছরে ৭ হাজার কোটি টাকার রাজস্ব আয় হলেও বন্দর উন্নয়নে তেমন কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।

বন্দরে নতুন শেড, বাইপাস সড়ক নির্মাণ, ভারতের পেট্রাপোল বন্দরে ইনটিগ্রেটেড চেকপোস্টের মত বেনাপোল বন্দরকেও আধুনিকায়নের জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

তারা আরো বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বেনাপোল বন্দর সর্ববৃহৎ স্থলবন্দর হলেও এটি আজো ডিজিটালাইজড করা হয়নি, বসানো হয়নি সিসি ক্যামেরা। বন্দরে নেই বিএসটিআই অফিস। কাস্টমস ও বন্দরে রয়েছে কর্মকর্তা ও কর্মচারী সংকট। ফলে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও পণ্য খালাস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি আলহাজ নুরুজ্জামান, আলাহাজ খায়রুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল ও জামাল হোসেন।