
জ্যেষ্ঠ প্রতিবেদক : মাদকবিরোধী চলমান অভিযানে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা মাদকের বিরুদ্ধে যুদ্ধের কার্যকর পন্থা নয়। অভিযানে মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। নিয়ম মেনে সবার বিচার পাওয়ার অধিকার আছে।
বার্নিকাট বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরাও চাই। তবে অভিযুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। মূল অপরাধী এবং এর উৎস বন্ধ করা দরকার। মাদকের উৎস বন্ধ না করে এ অভিযান পরিচালনা করলে তা সফল হবে কি না-তা নিয়ে আমরা সন্দিহান।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে বন্দুকযুদ্ধে বুধবার পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ নিয়ে বিএনপি, বিরোধীদল জাতীয় পার্টিসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে আসছিল। বুধবার মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের উদ্বেগের কথা জানালেন।