আন্তর্জাতিক : ‘রিপাবলিকানরা, ট্রাম্পবিরোধী’। আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে বেধড়ক পিটুনি আর হুলস্থুল কাণ্ড। ট্রাম্প সমর্থকদের কিল-ঘুষিতে কুপোকাত এক যুবক।
ওদিকে মঞ্চ থেকে তড়িঘড়ি নামিয়ে যাওয়া হলো ট্রাম্পকে। আর এসব ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যে রিপাবলিকান পার্টির সমাবেশে। মারধরের শিকার যুবকের নাম অস্টিন ক্রাইটস।
যুক্তরাষ্ট্রে পেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে নেভাদার রেনোতে যান শনিবার। সেখানে তার সমাবেশে হাজির হন ক্রাইটস। ‘ট্রাম্পবিরোধী রিপাবলিকান’ লেখা একটি প্ল্যাকার্ড উচিয়ে ধরেছিলেন তিনি। আর তাতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে তার ওপর।
ঠিক ওই সময় আরেক কাণ্ড ঘটে সেখানে। হট্টগোলের মধ্যে কেউ একজন ‘বন্দুক বন্দুক’ বলে চিৎকার করে ওঠেন। মুহূর্তেই শোরগোল পড়ে যায়। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন ট্রাম্প। নিরাপত্তা কর্মীরা বন্দুক চিৎকার শুনে দ্রুত ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।
এদিকে মারধরের পর দেখা গেল কিছুই নেই ক্রাইটসের কাছে। এ ঘটনার কয়েক মিনিট পর ট্রাম্প আবার মঞ্চে ফিরে আসেন। পুনরায় বক্তৃতা শুরু করে ট্রাম্প বলেন, ‘কেউই বলছেন না, আমরা নিরাপদে থাকতে যাচ্ছি… নিরাপত্তাবাহিনীকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
হট্টগোল শুরু হলে দ্রুত মঞ্চ থেকে ট্রাম্পকে নামিয়ে নেওয়া হয়
প্রথমে ধারণা করা হয়েছিল, আটক ওই ব্যক্তির কাছে পিস্তল রয়েছে। তবে পরে নিরাপত্তাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির কাছে কিংবা ট্রাম্পের মঞ্চের আশপাশে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
আসলে কি ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন ক্রাইটস নিজেই। ৩৩ বছরের এই যুবক বলেন, ‘সমাবেশ চলাকালে সামনের দিকে গিয়ে ট্রাম্পবিরোধী প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা আমার সম্পর্কে বাজে মন্তব্য করে এবং প্লাকার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারা আমাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার পর অনেকে লাথিও মারে। এসময় কেউ একজন বন্দুক বলে চিৎকার করে ওঠেন।’
ক্রাইটস জানান, তার মনে হচ্ছিল তিনি মারা যাবেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হ্যান্ডকাফ লাগিয়ে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তল্লাশি করে তার কাছে কোন অস্ত্র না পেয়ে তাকে ছেড়ে দেয়।
ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এক যুবককে কয়েকজন মারধর করছিল। এসময় সে মাটিতে পড়ে যাওয়ার পর চিৎকার শোনা গেল তার কাছে অস্ত্র আছে। ট্রাম্প সমর্থক আরেকজন জানায়, ক্রাইটস রিপাবলিকান বিরোধী সাইন বহন করছিল। তা দেখে কেউ কেউ তার কাছে অস্ত্রে আছে বলে ধারণা করছিল।