বন্ধুদের হাতে বন্ধু খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম মন্দিরসংলগ্ন এলাকায় বন্ধুদের হাতে জয় দাস (২৩) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে ছুরিকাঘাতে এই হত্যার ঘটনা ঘটে। আকবর শাহ থানার এস আই মোহাম্মদ আবদুল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে জয় দাসকে তার কয়েকজন বন্ধু কৈবল্যধাম মন্দিরসংলগ্ন এলাকায় ডেকে নিয়ে যায়। এই সময় বন্ধুদের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার বন্ধুরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।