
কারো সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটি চির নতুন, চির সুখময়, চির উদ্দীপনায় ভরা। তবে তা যদি প্রকৃত বন্ধুত্ব হয়।
কারণ আজকাল সবকিছুর মধ্যেই যে হারে ভেজাল ঢুকে গেছে বন্ধত্ব নামক এই সম্পর্কটিও নকল বন্ধুর কারণে কুলষিত হচ্ছে।
কোন সুনির্দিষ্ট গন্ডীতে বন্ধুত্বের সম্পর্ককে আবদ্ধ করে রাখা যায় না। সে চেষ্টা করা কেবল অর্থহীন শক্তির অপচয় মাত্র।
বন্ধু মানে একে অপরের সুহৃদ। দুটি হৃদয় যখন সকল সংকীর্ণতা, সকল হিংসা, কপটতা, সকল ক্রোধ মুক্ত হয়ে একত্রিত হয়, পাশে থাকে, পরামর্শ দেয় সেই বন্ধু। সেই হাত প্রকৃত বন্ধুত্বের হাত। যা সারাজীবন বাড়িয়েই থাকে। বাস্তব জীবনে প্রকৃত বন্ধুত্বের সুযোগে ক্ষতি করার বহু উদাহরণ রয়েছে।
নকল বন্ধুরা মুখে মিষ্টিভাব দেখালেও শুধুমাত্র তাদের সুবিধার জন্যই মেশে। যে কোনও মূল্যে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা ভাল। তাই আপনার ভুয়া বন্ধু আছে কিনা তা কয়েকটি লক্ষণ দেখে চিনে নিন।
ফোন করে শুধুমাত্র উদ্দেশ্যের জন্য:- আপনার ফোনে যখনই তাদের নাম ভেসে উঠতে দেখবেন। মনে রাখবেন যে কোনো উদ্দেশ্যেই তারা আপনাকে ফোন করছেন যেমন ধরুন, “আরে, অনেক দিন বাদে কথা হচ্ছে, তুমি কি ফাঁকা আছো? দয়া করে আমার কুকুরটাকে রাখো।” এমনকি আপনাকে কোনো প্রশ্ন না করেই তারা আপনাকে কোনো কিছুর জন্য অনুরোধ করে দিতে পারে।
এই ধরনের বন্ধুরা আপনার সাহায্যের জন্য প্রশংসা করতে পারে কিন্তু তারপরে নিজেদের দরকার না হওয়া পর্যন্ত তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না।
আপনাকে সম্মান করে না:- তাদের কৌতুকপূর্ণ কটুক্তি, উপহাস তথা প্রশংসার জন্য আপনি অস্বস্তি বোধ করেন। কখনো কখনো মজার জন্য কাউকে নিয়ে বিদ্রুপ করা যায়, কিন্তু তা সমসময় নয়। তাদের এই আচরণের কিছু মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে তবে তার মানে এই নয় যে তাদের সঙ্গে মেশা খুব সহজ।
আপনার পাশে তারা নেই:- ভুয়া বন্ধুরা শুধু ততক্ষণ আপনার পাশে থাকে যতক্ষণ তাদের আসল রূপ প্রকাশ না পায় বা যতক্ষণ সবাই তাদের ভালবাসে। তারা এতটাই চূড়ান্ত কূটনৈতিক হয় যে আপনার পা আগুনে পুড়তে দেখলেও তাকিয়ে থাকে। এরকমই তারা নীচু মনের এবং স্বার্থপর হয়।
ক্ষমা চায় না:- তাদের কোনো বেদনাদায়ক আচরণের জন্য আপনি তাদের কিছু বললেই তারা বদমেজাজি হয়ে যায় এমনকি বিভিন্নভাবে নাটক করতে শুরু করে। প্রকৃত বন্ধুরা আপনাকে এবং আপনার কোনটা দুর্বল জায়গা তাও জানে; সেক্ষেত্রে নকল বন্ধুরা ইচ্ছাকৃতভাবে আপনার সেই জায়গাতেই আঘাত হানে এবং তারপরে নিজেদের ব্যবহারের জন্য আত্মরক্ষামূলকও হয়ে ওঠে। এমনকি আপনার কোনো ভুলের জন্য আপনাকে অপরাধী মনে করাতে তারা আপনার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিতে পারে।
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু:- ভুয়ো বন্ধুরা আপনার প্রয়োজনে কখনো থাকে না। যখনই আপনার পাশে কোনো বন্ধুর প্রয়োজন তারা কখনোই থাকে না। নিজের খারাপ সময়ে আপনি তাদের সাহায্য কখনো পাবেন না।