বন্ধু প্রলয় ফাউন্ডেশনের শীতবস্ত বিতরণ

রেজাউর রহমান চৌধুরী, প্রধান বার্তা সম্পাদকঃ প্রিয় জন্মভূমি বাংলাদেশের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে সুবিধা বঞ্চিত পথশিশু, হতদরিদ্র মানুষ শীতের দিনে ইট পাথরের এই চমকপ্রদ শহরের রঙ্গিন পর্দায় অন্তরালে নিত্যদিনে বেড়ে উঠেছে অনেক নিষ্পাপ পথশিশু। আসুন না আমরা সবাই মিলে একটু শীতটাকে ভাগাভাগি করে নেই।

আসুন সবাই মিলে দরিদ্র অসহায় ও ছিন্নমূল শিশুদের একটু কষ্টটাকে ভাগাভাগি করে নিতে বন্ধু প্রলয় ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট, বাড্ডা, মিরপুরে দুস্থ- অসহায় মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বন্ধু প্রলয় ফাউন্ডেশনের উপদেষ্টা, তুরাগ থানা কৃষক লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদ-প্রার্থী মোঃ সাজেদুল ইসলাম, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, বন্ধু প্রলয় ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল ইসলাম শান্ত (বাবু) ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।