বন্ধ পোশাক কারখানা গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ

সচিবালয় প্রতিবেদক : শ্রমিকদের আন্দোলনে আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা (গার্মেন্টস) খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি আলোচনা হলে এ সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আশুলিয়ার পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলন ও সম্প্রতি কারখানা খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তকে মন্ত্রিসভা স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে।’

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘কারখানাগুলো বন্ধ থাকলে আমাদের দেশের শত শত কোটি টাকা ক্ষতি। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, শ্রমিক-মালিকদের জন্যও ক্ষতি। সবার সুবিধার্থে সমন্বিত উদ্যোগে আজকে থেকেই অলমোস্ট সবগুলো প্রতিষ্ঠানই খুলে দেওয়া হয়েছে। এখানে ৮০ থেকে ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছে।’

শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা হয়েছে কি না. জানতে চাইলে সচিব বলেন, ‘এটার তো বিধান আছে। সময়ে সময়ে এটাকে আপডেট করার সুযোগ আছে। যে সিস্টেমটা আইনে দেওয়া আছে, সেটা প্রিম্যাচিউর, এখনো স্টেজটা (৫ বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণ) আসে নাই।’

উল্লেখ্য, সাভারের আশুলিয়ার পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ প্রদর্শন করে আসছিল। গত ১১ ডিসেম্বর আশুলিয়ার বেরন এলাকায় উইন্ডি গ্রুপের কারখানায় শ্রমিকদের কর্মবিরতির মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।