
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ৫ এপ্রিল ভোর ছয়টা থেকে ১১ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জরুরি সেবার আওতায় থাকবে পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী।
লকডাউনের সময়টাতে সিনেমা হল বন্ধ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্বল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত আসেনি। সরকার যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে চলব। যেহেতু সিদ্ধান্ত আসেনি তাই আপাতত হল খোলা থাকবে।’
এ পরিস্থিতিতে সিনেমার শুটিং চালু থাকবে কিনা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদুল আলম খসরু বলেন, ‘এ ব্যাপারে আমাদের নতুন কোনো নির্দেশনা নেই। আগের নির্দেশনাই বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মনে কেউ শুটিং করতে চাইলে করতে পারবে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় লকডাউনে সিনেমা প্রদর্শন হবে বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, ‘সরকার হল বন্ধের নির্দেশনা দিলে আমরা বন্ধ করব। এখনও যেহেতু কোনো নির্দেশনা আমরা পাইনি সে কারণে বন্ধ করতে চাই না।’