বন্ধ হয়ে গেলো ‘পাঠান’ সিনেমার শুটিং

আশঙ্কাজনক হারে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। বন্ধ হচ্ছে বলিউডের শুটিং। পিছিয়ে যাচ্ছে সিনেমার মুক্তি।

এর মধ্যে বন্ধের ঘোষণা এলো ‘পাঠান’ সিনেমার। সিনেমার শুটিং শুরু হয় দুবাই-এ। সেখান থেকে ফিরে মুম্বাইতে চলছিল বাকি অংশের শুটিং।

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘পাঠান’-এর অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের জন্য নির্মাণ করা হয় হেলিপ্যাড। প্রতিদিন প্রায় ২৫০ জন কলাকুশলী কাজ করেন এখানে। এমন অবস্থায় সবাইকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ প্রযোজনা সংস্থা। তাই শুটিং বন্ধ ঘোষণা করা হয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান অভিনিত ‘পাঠান’-এর শুটিং শুরু হয়েছে গত বছর নভেম্বর মাসে। শাহরুখ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সালমান খানকেও দেখা যাবে এই সিনেমায়।