
নিজস্ব প্রতিবেদক : দেশে নদ-নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এখনো ৬০টি পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে ২৭টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মেঘনা ও তিস্তা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবনতিশীল পরিস্থিতি আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অপরিবর্তিত থাকবে।
এদিকে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন নদ-নদীর ৬০টি পয়েন্টে পানি বেড়েছে, হ্রাস পেয়েছে ২৩টি। সাতটি পয়েন্টের তথ্য পাওয়া যায়নি।
দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছেন বন্যা তথ্য কেন্দ্রটি।
সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা-গঙ্গা এবং সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
এর মধ্যে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ১৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে গত একদিনে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। রোববার এই পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
যমুনেশ্বরী নদীর বদরগঞ্জ পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বাহাদুরবাদে বিপৎসীমার ১৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে এই পয়েন্টে পানি বেড়েছে ৫৪ সেন্টিমিন্টার।
কংস নদীর পানি জারিয়াজঞ্জাইল পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ঘাঘট নদীর পানি গাইবান্ধা পয়েন্টে ১২৬ সেন্টিমিটার, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ১০০ সেন্টিমিটার, একই নদীর পানি সিরাজগঞ্জে ৯৬ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ সময় একটি পয়েন্টে ১০০ মিলিমিটার এবং তিনটি পয়েন্টে ৫০ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় লরেরগড়ে ১৯৫ মিলিমিটার, সুনামগঞ্জে ৬৮ মিলিমিটার, সিলেটে ৫৪ মিলিমিটার এবং জামালপুরে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।