
মো.মিজানুর রহমান নাদিম ,বরগুনা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ এর কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২পর্যায়) প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় অদ্য ১৪/১১/১৮ ইং তারিখ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় “স্থানীয় সরকারী ও বেসরকারী সংস্থার অংশগ্রহণে গ্রাম আদালত শীর্ষক এক কর্মশালা”। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ূন কবির। তিনি বলেন গ্রাম আদালত ইউনিয়নের মানুষের বিচারিক সেবা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি উপস্থিত সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাদের কে তাদের আউটরিচ কার্যক্রমে গ্রাম আদালত নিয়ে আলোচনা করতে বলেন। আরো বলেন ছোট ছোট বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি হলে সাধারণ মানুষের হয়রানী কম হবে এবং গ্রাম আদালতের সুফলের কথা জনগণের মধ্যে পৌছাতে হবে। বিচারিক প্যানেলে সারীর অংশগ্রহণ বাড়াতে হবে। কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ সিকদার। তিনি গ্রাম আদালতের সুবিধার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন ছোট বিরোধ হলে মানুষ থানা বা কোর্টে না যায় এ জন্য গ্রামের মানুষ কে সচেতন করতে হবে। কর্মশালাটিতে আরো উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলিটেটর ইউএনডিপি প্রতিনিধি কমল ব্যানার্জী , জেলা সমন্বয়কারী ওয়েভ ফাউন্ডেশন প্রতিনিধি অক্ষয় কুমার সরকার। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের ও বেসরকারী সংস্থার কর্মকর্তা বৃন্দ।