
বরগুনা প্রতিনিধি : বরগুনার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে রুবি (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে পুকুরে মাছ ধরাকে নিয়ে ভাসুর রহিমের সঙ্গে তর্ক বাধে রুবির। একপর্যায়ে রহিমের ছেলে নজরুল রামদা দিয়ে রুবিকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে রুবির মৃত্যু হয়।
রুবি আজগরকাঠির মহারাজের স্ত্রী। তাদের দুটি শিশু সন্তান রয়েছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ জামান জানান, ঘাতকদের আটকের চেষ্টা চলছে।